হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাতক্ষীরায় ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

‘শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ভিডিপি দিবস পালিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শহরের মুন্সিপাড়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির এসময় শুভ উদ্বোধন করেন, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। পরে সেখানে রক্তদান কর্মসূচী পালিত হয়। এসময় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

ভিডিপি দিবসে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি’র সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন সরদার, সহকারী পরিচালক মোঃ জিহাদ উদ্দিন, সার্কেল অ্যাডজুটেন্ট মিয়াজান আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানসহ সর্বস্তরের আনসার ও ভিডিপি সদস্যগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন