নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত স্কুল ছাত্রের নাম ফরহাদ হোসেন (৯)। সে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
মৃতের চাচাতো ভাই সাংবাদিক বেলাল হোসেন জানান, তার চাচাত ভাই ফরহাদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক তার নিয়ে ফ্যানে সংযোগ দেওয়ার সময় একটি তার বুকে লাগে। এতে সে গুরুতর আহত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
