নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, অপহরন ও হত্যাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলম ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউসুফ আলম সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের মৃত সোনা উল্লাহ’র পুত্র। তিনি কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হানানুজ্জামান একই উপজেলার জাহানাবাজ এলাকার কাউসার আলীর পুত্র। তিনি সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এর মধ্যে আওয়ামীলীগ নেতা ইউসুফ আলমকে সাতক্ষীরা সদর থানার একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে দুই জন, কলারোয়া থানা থেকে এক জন, তালা থেকে দুই জন, কালিগঞ্জ থেকে তিন জন, শ্যামনগর থেকে দুই জন, পাটকেলঘাটা থেকে এক জন ও দেবহাটা থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর থানার অপহরণ ও হত্যা মামলার এজাহার নামীয় আসামী আওয়ামীলীগ নেতা ইউসুফ আলমকে তার নিজ বাড়ি থেকে এবং নাশকতা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাসানুজ্জামনকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীদেরকে জেলার বিভিন্ন থানা থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।