হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় বিজিবি অধিনায়কের প্রাইভেটকারের চাপায় বাইপাসে কাঠ মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৪০) তিনি সাতক্ষীরা শহরের বকচরা এলাকার লোকমান আলীর ছেলে। এই ঘটনায় প্রাইভেটকার চালক সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ হেফাজতে থাকা প্রাইভেটকার চালকের নাম সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। প্রাইভেটকারটি সাতক্ষীরার বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে নিয়ে যাচ্ছিল।

প্রত্যক্ষদরশী জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইফুল ইসলাম সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা মোড়ে দাড়িয়ে এক ব্যাক্তির সাথে কথা বলছিলো এই সময় পিছন দিকে থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৭২১৯) সাইফুল ইসলামকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকার স্থানীয় লোকজন চালক সুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর এবং প্রাইভেটকারটি ভাংচুর করে।

উল্লেখ্য, আটককৃত সুজন শেখ নীলডুমুর বিজিবির অধিনায়ক লে কর্নেল কামরুল ইসলামের চালক। বুধবার সকালে ঢাকা থেকে বিজিবির অধিনায়কের স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছায়ে দেওয়ার জন্য বের হয়।

সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম জানান, ঘাতক প্রাইভেটকার ও তার চালক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।

বিজিবির ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধানতার জন্য দূর্ঘটনাটি ঘটে গেছে। দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলো। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতি পূরণ দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে এখন ও আলোচনা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন