হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ২০লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ২০লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১৫০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেটসহ বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে জেলার  বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়,সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী থেকে  ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তলূইগাছা থেকে ১লক্ষ৪০হাজার  টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগছি থেকে  ৬৯ হাজার  টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, হিজলদী থেকে  ১৬ লক্ষ ১০হাজার  টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
সুলতানপুর থেকে  ৭০হাজার  টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং  চান্দুরিয়া থেকে  ৩০হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য উনিশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃক  ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি  সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন