হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় রুপার গহনা আটক

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় রুপার গহনা আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার সীমান্ত থেকে সাড়ে ৪কেজি রুপার গহনা আটক করেছে বিজিবি।মঙ্গলবার(১৪ জানুয়ারি)  দুপুরে হিজলদীর  সীমান্ত  থেকে গহনা গুলি আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি  বলে জানা গেছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন -৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, ভারত থেকে একদল চোরাকারবারী রুপার গহনা পাচার করবে এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা হিজলদী সীমান্ত আগেই অবস্তান নেয়। ওই সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে একটি প্লাষ্টিকের ব্যাগ  ফেলে ঘন জঙ্গল দিয়ে  ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের  মধ্য হতে ৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক মূল্য ৯,৯৪,৫০০/- (নয় লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকা। জব্দকৃত গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন