হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বছরের প্রথম দিনে নতুন বই পেল ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী

সাতক্ষীরায় বছরের প্রথম দিনে নতুন বই পেল ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৮৮ হাজার ৪৫৬টি বই বিতরন করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে জেলার মোট ২ লাখ ৩৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২১ হাজার ৫০২ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি বই বিতরন করা হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সিলভার জুবিলি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সিলভার জুবিলি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষাথীদের মাঝে বই বিতরন করা হলেও এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ৩১ লাখ ৭০ হাজার ৩০২ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন