নিজস্ব প্রতিনিধি :
রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা,গম, সূর্যমুখী, খেসারী ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় সাড়ে তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে সাতক্ষীরায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উক্ত বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার নাজমুল হুদা প্রমূখ।