হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় আরো এক আওয়ামীলীগ নেতার সাক্ষ্য গ্রহন, এ নিয়ে এ মামলায় আজ পর্যন্ত সাক্ষী দিলেন মোট ১১ জন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় আরো এক জনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। রবিবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে জেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নঃবাসন সম্পাদক অ্যাড. আজহারুল ইসলামের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এনিয়ে এ মামলায় আজ পর্যন্ত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে আদালত। আদালতের কাঠগড়ায় এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ আসামী উপস্থিতি ছিলেন।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৩৯ জন আসামীকে সকাল ৯ টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এরপর সকাল ৯ টা ২০ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষী হিসেবে আওয়ামীলীগ নেতা অ্যাড. আজহারুল ইসলামকে হাজির করানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ। এ সময় তাকে সহায়তা করেন, সুপ্রীম কোর্টের সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ হোসেন, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ প্রমুখ।

অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদীন, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. সগীর হোসেন লিয়ন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. মাসুদুল আলম, আনিছুর রহমান রায়হান, সাতক্ষীরার অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু প্রমুখ। আগামী ২৭ সেম্পম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদীন এ সময় বলেন, এ মামলায় অনেক ত্রটি বিচ্যুতি রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ মামলায় বিবাদীগন ন্যায় বিচার পাবেন।

প্রসঙ্গত : ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়ায় বিএনপি’র অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন।

এঘটনায় দায়ের করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এর মধ্যে নয়জন আসামী পলাতক রয়েছেন ও দুই জন মারা গেছেন। গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন