হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা তালার ইসলামকাটিতে দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার কুমিরা গ্রামের মৃত. মোজাহার আলী সরদার এর ছেলে মো: জোহর আলী সরদার।

লিখিত বক্তেব্যে তিনি বলেন ইসলামকাটি মৌজায় জে এল ৬১ এস এ খতিয়ান ৮৪১ ও ১৭৬ এস এ খারিজ খতিয়ান ১৬৫৩, মোট ৮টি দাগে ১. একর ৫৩ সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। সম্প্রতি ইসলামকাটি গ্রামের এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী মৃত শাহাজান আলী খাঁর পুত্র সিরাজুল ইসলাম খাঁ ও রেজাউল ইসলাম খাঁ ১৯৬৬ সালের একটি জাল দলিল দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা চালাচ্ছে। তাদের পিতা একসময়ে কুখ্যাত সন্ত্রাসী ছিলো। তাদের মধ্যেও সন্ত্রাসী কার্যকলাপ পরিলক্ষিত হয়।

বিশেষ করে তাদের ভাইপো মাদক ব্যবসায়ী বাদসা খাঁ আমাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। কয়েক মাস আগে সাতক্ষীরা সদর থানায় বিদেশী মদ, ফেন্সিডিল ও গাজাসহ পুলিশের হাতে আটক হয়। পরে কৌশলে ছাড়িয়ে এলাকায় ফিরে বেপরোয়া হয়ে ওঠে বাদসা খাঁ।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে ইসলামকাটি সাব রেজিস্ট্রি অফিসে আগুন লেগে পুড়ে যায়। এটা পুরো বাংলাদেশের মানুষ অবগত আছেন। অথচ এখন ১৯৬৬ সালের জাল দলিল প্রদর্শন করছে সিরাজুল গং। এছাড়া ওই দলিলের কোন নকল তারা দেখাতে পারছে না।

অন্যদিকে ওই জমির খাজনা দাখিলাসহ সকল আপটেড কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। তারপরও উল্লেখিত সিরাজুলগং গত ১০ মার্চ ২৪ তারিখে ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পত্তির ঘেরা বেড়া ভেঙে জবর দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আমাকে হত্যাসহ পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় আদালতে মামলা দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমি বর্তমানে তাদের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছি। আমি আমার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন