নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা পেশাজীবী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের মান উন্নয়নের প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা সমাজ সেবার আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপিতত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজ সেবার পরিচালক সন্তোস কুমার নাথ ও জেলা জামায়ত আমির শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী আল মাসুদ।
এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা সমাজ সেবার পরিচালক অনিন্দিতা রায়।সভায় প্রধান অতিথি বলেন, আমাদের সমাজে কর্মের জন্য কেউ পিছিয়ে নেই।সমাজের প্রতিটা কাজই গুরত্বপূর্ন, কাউকে তাদের কর্মের জন্য ছোট করা যাবেনা। আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সুভিদা বঞ্চিত মানুষের পাশে থাকা রাষ্ট্রের প্রধান দ্বায়িক্ত।
সমাজ সেবার পরিচালক সন্তোস কুমার নাথ বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বলতে মুলত কামার, কুমোর, দর্জি মুচি, সুইপার সহ ১০টি শ্রেনির মানুষকে বোঝায়। সমাজ সেবা মুলত এসকল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে।এছাড়া জটিল রোগীদের সহযোগিতা, নবজাতক শিশু ও মায়ের আর্থিক সহয়তা করা। বয়স্ক ও প্রতিবান্ধি ভাতা ও শিক্ষা সহয়তা ক্ষুদ্রঋণ সহযোগিতা সহ ১০পেশার মানুষের পাশে আসছে দীর্ঘদিন। বর্তমানে প্রান্তিকক জনগোষ্ঠী জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা,পরিবার পরিকল্পন কর্মকর্তা রওশনআরা,জেলা বিএপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু, জেলা জামায়ত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহ সমাজ সেবা অধিপ্তরের কর্মকর্তা সহ প্রন্তিক জনগোষ্ঠী প্রতিনিধিরা।