নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পৃথক স্থানে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার কালীগঞ্জ উপজেলা ও কলারোয়া উপজেলায় এ দূর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছে আপন দুই সহোদর।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে ভিজা কাপড় রোদে মেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন মা মরিয়ম বেগম। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে রোকন সরদার ও তার মায়ের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন রোকন সরদারের দুই ছেলে কামাল সরদার ও আফছার সরদার। আহত দুই সহোদর স্থাণীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হলেন, বরেয়া গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৬২) ও তার ছেলে রোকন সরদার (৩৭)।
এদিকে, সোমবার দুপুরে নিজের গাছের আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আবু তালেবের ছেলে জাহিদুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে, এদুটি ঘটনায় তিন জনের মৃত্যুতে তাদের স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
