হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পায়ুপথে পাচারকালে দুইপিচ স্বর্ণের বার সহ চোরাকারবারী আটক

সাতক্ষীরায় পায়ুপথে পাচারকালে দুইপিচ স্বর্ণের বার সহ চোরাকারবারী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

স্টাফ রিপোর্টার:

ভারতে পাচারকালে দুইপিচ স্বর্ণের বার সহ মো.আল আমিন(২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি । বরিবার ভোর রাতে তাকে সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দরের হরিশপুর এলাকা থেকে আটক করা হয়।আটক হওয়া চোরাকারবারী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে একটি টিম হরিশপুর এলাকায় অবস্তান নেয়। ওই সময় সন্দেহজনকভাবে মোঃ আল আমিন আটক করা হয়।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ২৭,৪৪,৩০৪/- টাকা। একই সাথে তার কাছ থেকে ২৫,০০০/- টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং নগদ ৪,০০০/- টাকা সহ সর্বমোট -২৭,৭৩,৩০৪/- (সাতাশ লক্ষ তেয়াত্তর হাজার তিনশত চার) টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন