হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় পানিতে ডুবে মোঃ রাসেল নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল দশটার দিকে সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পুকুরে এ ঘটনা ঘটে।মোঃ রাসেল (১৫) সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার ফারুক হোসেনের ছেলে।

রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভগ্নিপতি ফারুক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভগ্নিপতির ছেলে মো. রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শিক্ষায় অধ্যায়নরত ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেলসহ আরও ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিড়ির নিচ চলে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রæত যেয়ে তাদের শিক্ষকদের খবর দেয়। পরে মাদ্রসার শিক্ষকরা এসে বেলা দশটার দিকে পুকুরের সিঁড়ির নিচে থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুক হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছাত্র রাসেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন