হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নিন্ম আয়ের মানুষের সু‌পেয় পা‌নির অ‌ধিকার নি‌শ্চি‌তের দা‌বি‌তে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শহ‌রের নিম্ন আ‌য়ের মানু‌ষের সু‌পেয় পা‌নির অ‌ধিকার নি‌শ্চি‌তের দা‌বি‌তে সংলাপ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বেসরকারী গ‌বেষণা প্রতিষ্ঠান বার‌সিকের আয়োজনে বৃহস্প‌তিবার (১৯ অ‌ক্টোবর) সকা‌লে শহ‌রের ম‌্যান‌গ্রোভ সভাঘ‌রে অনুষ্ঠিত সংলা‌পে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফি‌রোজ হাসান।

সাতক্ষীরা জেলা নাগ‌রিক ক‌মি‌টির আহবায়ক আজাদ হো‌সেন বেলা‌লের সভাপ‌তি‌ত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, বার‌সিক কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান। ধারণাপত্র পাঠ করেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান। এছাড়া আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা জেলা নাগ‌রিক ক‌মি‌টির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী মাধব দত্ত, সাংবাদিক গোলাম সরোয়ার, আসাদুজ্জামান, আহসানুর রাজীব, প্রথম আলো বন্ধুসভার সভাপ‌তি কর্ন বিশ্বাস কে‌ডি, বদ্দীপুর ক‌লোনীর বা‌সিন্দা জাহানারা খাতুন, সুলতানপুর আতির বাগানের বা‌সিন্দা আশরাফ আলী, রাজার বাগান লিচুতলার তামান্না পারভীন, ইটাগাছার বা‌সিন্দা জাহানারা খাতুন, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রতিটি পরিবারকে এখন পানি কিনে খেতে হচ্ছে। উচ্চমূল্যের এই বাজারে পানি কিনে খাওয়া ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। পৌরসভা সরবরাহকৃত পানি খাওয়া তো দূরের কথা, এখন রান্না বা থালা বাসন ধোয়ার কাজেও ব্যবহার করা যাচ্ছে না। পৌরসভার পানি খেলে পেটের পীড়ায় পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়ে। নতুন করে চিকিৎসার খরচে সর্বশান্ত হচ্ছে নিন্ম আয়ের মানুষ। এরপরও পানি সব এলাকায় ঠিকমত পৌঁছায় না। পৌঁছালেও তা ব্যবহারের অযোগ্য। বক্তারা শহ‌রের নিম্ন আ‌য়ের মানু‌ষের সু‌পেয় পা‌নির অ‌ধিকার নি‌শ্চি‌তের জের দাবি জানান।

সংলাপে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফি‌রোজ হাসান ব‌লেন, আমরা পৌরসভার সব এলাকায় পা‌নি পৌঁ‌ছে দেওয়ার চেষ্টা কর‌ছি। আগামী তিন মা‌সের মধ্যে পৌরসভার ৯টি ওয়া‌র্ডেই পানির সমস্যা নিরসনের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন