নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রধান শিক্ষক কর্তৃক নারী শিক্ষিকাকে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শিক্ষিকা আকলিমা খাতুন, ১০ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম, মাছুম বিল্লাহ, মনিরা খাতুন, আল মামুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষিকা আকলিমা খাতুন তার স্কুলের সকল শিক্ষদের ই.এফ.টি-তে (ইলেট্রিক ফান্ড ট্রান্সফার) বেতনের জন্য সম্প্রতি ব্যংকের একাউন্ট নাম্বারসহ তথ্য প্রদানের জন্য সিট পূরন করেন। ওই সিট পূরনের পর সেটি প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলকে দেখানোর পর তার অনুমতিতেই সেটি অনলাইনে সাবমিট করা হয়। প্রধান শিক্ষক সিটটি দেখার পরও ওই সিটে তার (প্রধান শিক্ষকের) একাউন্ট নাম্বারের একটা ডিজিট ভুল হয়ে যাওয়ায় তার বেতন বন্ধ হয়ে গেলে তিনি শিক্ষিকা আকলিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বক্তারা আরো বলেন, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুকুল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সাথে প্রায়ই বাজে ব্যবহার করে থাকেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এমনকি কথায় কথায় শিক্ষক-শিক্ষার্থীদের গায়েও হাত তোলেন। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলকে বহিস্কারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেতন সিটে আমার ডিজিট ভুল করায় আমার বেতন বন্ধ হয়ে যাওয়ায় আমি তাকে বকাবকি করেছি। কোন মারপিট বা লাঞ্চিতের ঘটনা ঘটেনি। তবে মাথা গরম হয়ে যাওয়ায় গালি দিয়েছিলাম। এটার জন্য ক্ষমা প্রার্থী।