হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নারী নির্যাতনের ভয়াবহ চিত্র উপস্থাপন

সাতক্ষীরায় নারী নির্যাতনের ভয়াবহ চিত্র উপস্থাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

স্টাফ রিপোর্টার:
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘লিঙ্গ সমতা অর্জনের গতি, বিশ্বব্যাপী বেগবান করি’ শ্লোগানকে সামনে রেখে শনিবার ৮ মার্চ ২০২৫ সকাল ১১টায় এডাব, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের কাটিয়া আমতলা মোড়স্থ বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ’র সভাকক্ষে এডাব সাতক্ষীরা জেলা সভাপতি ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবদুল হামিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা আবদুস সামাদ, কওছার আলী, নারী অধিকারকর্মী মনোয়ারা খাতুন মিষ্টি, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, হাফিজা খাতুন, সুরাইয়া বেগম, শিক্ষক তুষার কান্তি মন্ডল, পারভিন আক্তার, যুব অধিকারকর্মী জয় সরদার, দেবজ্যোতি ঘোষ নয়ন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ সারাবিশ্বে নারী দিবস পালন হচ্ছে। বিগত কয়েক মাসে দেশে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র দেখা গেছে। সম্প্রতি ঝিনাইদহে মাত্র আট বছর বয়সী যে শিশুটি স্বজনদের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে তার বিচার দ্রুত হতে হবে। দেশে সকল প্রকার নারী নির্যাতন বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। সারাদেশে একযোগে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল কন্যা শিশুর নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে হবে। এই পৃথিবীকে সকল কন্যাশিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায় থেকে নারীদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে নারীর নিরাপত্তায় সকল রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীরা যদি সুস্থ সুন্দর ও নিরপদ জীবনযাপন করতে না পারে পরিবার, সমাজ ও রাষ্ট্র উন্নত হতে পারে না। যে সমাজে নারীর সম্মান ও মর্যাদা নেই সেই সমাজ বা রাষ্ট্রে ভালো কাজ হয় না। কোনো উন্নয়ন স্থায়ী হয় না। তাই সকলকে একাযোগে কাজ করতে হবে নারীর সর্যাদা ও অধিকার বাস্তবায়নে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন