হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

স্টাফ রিপোর্টার:

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’” স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৮ ডিসেম্বর ২৪ সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন সহায়তায় সৃজনী লোক কেন্দ্র ও আশা লোক কেন্দ্রর আয়োজনে উত্তর কাটিয়াতে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, অন্যান্য দের মধ্যে নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, রুপা মিত্র,হাফিজা বেগম, নাসিমা আকতার প্রমুখ।বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ সহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলির কার্যকর ভুমিকা প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন- প্রতিরোধ গড়ে তুলুন; ১০৯,৯৯৯ সহ বিভিন্ন সরকারি সেবা নিতে তাঃক্ষনিক যোগাযোগ করুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন