হোম ফিচার সাতক্ষীরায় নারীর উপর হামলা মামলায় খোকন মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদরের ইটাগাছা নিরালাপাড়ায় জমি জবরদখলের উদ্দেশ্যে নারী উপর হামলার ঘটনার মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে সদর থানার ইজহারকৃত মামলা নং ০১/০১-০২-২০২২।

মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) রাতে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মামলার আসামী মো.বিল্লাল হোসেন ওরফে খোকন মিয়া(৩৮)কে আটক করে সাব-ইন্সপেক্টর লিটন কুমার সাহা। সে সদরের ইটাগাছা নিরালাপাড়ার মৃত্যু ইউসুফ গাজীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর লিটন কুমার সাহা বলেন, মামলার পরিপেক্ষিতে আসামী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় অপর আসামীরা হল খোকনের স্ত্রী নাজমিন সুলতানা ও মাতা মোছা. ছকিনা বিবি, বোন শাহানারা ও আনোয়ারা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, রোববার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের ইটাগাছা নিরালাপাড়ায় জমি জবরদখল ও হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারীর উপর হামলা করে খোকন মিয়ার ও তার গংরা।

হামলায় আব্দুস সবুরের স্ত্রী রেশমা বেগম আহত হন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসতাপালে পাঠায়। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন