হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন আল-মুমিন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন আল-মুমিন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে শনিবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

আল-মুমিন ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওঃ মনোয়ার হোসাইন মোমিনের সভাপতিত্বে ও আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ এনামুল হাসান বিন নুরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাফিজুর রহমান, সংগঠনটির উপদেষ্টা মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, এডমিন মুসফিকুর রহমান রিজভী, ইএম মারুফ হোসাইন, নাজমা আক্তার, সদস্য এ.এইচ রিপন, আমিনুর রহমান, শামিম বিশ্বাস প্রমুখ।

এ সময় সেখানে ব্লাড ব্যাংকটির সকল স্বেচ্ছাসেবক ও বিভিন্ন ব্লাড ব্যাংকের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গুলোর মিলন মেলায় পরিনত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন