হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নানা আয়োজনে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাতক্ষীরায় নানা আয়োজনে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহড়া প্রদর্শন শেষে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শিমুল রানা, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামানসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ সময় বলেন, দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে। নিজেরা সচেতন হতে হবে এবং অন্যদেরকে সচেতন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন