হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এরপর সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মৎস্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।

প্রধান অতিথি এসময় বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সেক্টরকে একটি আধুনিক সেক্টর হিসেবে ঘোষণা করেছেন। তার নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, জেলার বেশিরভাগ ¯øুইচ গেট নষ্ট হয়ে আছে। এগুলো সংস্কার করতে হবে। খালগুলো খন করতে হবে। জনগনের স্বার্থে মাছ চাষিদের সকল সমস্যা সমাধান করতে হবে। পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। অপরিকল্পিতভাবে মাছ চাষ করলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় জেলার ৪ জন মৎস্য চাষী ও ১ জন রপ্তানিকারকের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের বাংলোর পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন