হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানির স্বপ্ন নিয়ে নতুন বছরে পদার্পণ

সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানির স্বপ্ন নিয়ে নতুন বছরে পদার্পণ

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হলোনতুন বছরে, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখিশীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন। স্বদেশ সাতক্ষীরা, ক্লিন এবং বিডাব্লিউজিইডিএর যৌথ আয়োজনে এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিলআমাদের স্বপ্ন: প্রতিটি ঘরে নবায়নযোগ্য জ্বালানি

ক্যাম্পেইনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান।আয়োজকরা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে সাতক্ষীরার প্রতিটি ঘরে নবায়নযোগ্য জ্বালানি পৌঁছানোর লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

ক্যাম্পেইনে ইকোলজি এন্ড ডেভলপমেন্ট ফোরাম সাতক্ষীরা এর সদস্য ও স্থানীয় জনগণ, শিক্ষার্থী বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এর সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।

এই ক্যাম্পেইন সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন