নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে নিখোঁজের ৪০ ঘণ্টা পর বাড়ির সেফটি ট্যাংক থেকে ১৫দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুুুলিশ । এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহত শিশুর বাবা ও মা কে আটক করা হয়েছে । আজ শনিবার(২৮নভেম্বর) রাত ১ টার দিকে বাড়ির সামনের সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সোহান হোসন। আটককৃত বাবা হলেন সোহাগ হোসেন (২৮) মা ফাতেমা খাতুন(২২)।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার নবজাতক পুত্র চুরি হয়ে গেছে এই মর্মে সোহাগ হোসেন থানায় একটি সাধারন ডায়েরী করে। এরপর অনুসংন্ধান চালিয়ে ৪০ ঘন্টাপর বাড়ির সামনের সেপটি ট্যাকের ভিতর থেকে ঐ শিশুটির মরাদেহ উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসবাদের জন্য শিশুটির পিতা ও মাতাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিহত শিশুর পিতামাতাকে আটক করা হয়ে হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা শিশুকে হত্যার বিষয়ে নাটক সাজানো কথা স্বীকারও করেছেন। এ বিষয় থানায় একটি মামলা দ্বায়েরের প্রস্ততি চলছে।
