হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে মৌন পদযাত্রা ও মানববন্ধন

সাতক্ষীরায় দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে মৌন পদযাত্রা ও মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 141 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সিলেট এমসি কলেজে গৃহবধু ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারন সহ দেশের চলমান ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর  রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মৌন পদযাত্রা খুলনা রোড মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
 সাতক্ষীরা ব্লাড ব্যাংক আমাদের সাতক্ষীরার ব্যানারে এ মানববন্ধন অংশ নেয় সামাজিক সংগঠন সংকল্প, হেড সংস্থা।
এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়। এসময় তারা বিভিন্ন স্লোগান, কবিতা ও বক্তৃতা মাধ্যমে প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তারা ধর্ষণেরসর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি চাই, ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।
তারা বলেন, করোনা মহামারীর থেকে ভয়াবহ আকারে রুপ ধারণ করেছে ধর্ষণ। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। যারা ধর্ষণ করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।
একজন নারী স্বেচ্ছাসেবক বলেন, ‘আজ আমি একজন নারী হয়ে সমাজের কাছে, পুরুষ জাতির কাছে জানতে চাই আমি ঘর থেকে বাহিরে সুরক্ষিত তার নিশ্চিয়তা কে দিবে..ঘর থেকে বাহির হবো কোন সহসে?’ এ মানববন্ধন ও মৌন পদযাত্রায় জেলার বিভন্ন শ্রেনী পেশার মানুষ অং নেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন