হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় দূধর্ষ ডাকাতি, নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় ৩৫ ভরি সোনার গহনা লুট

সাতক্ষীরায় দূধর্ষ ডাকাতি, নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় ৩৫ ভরি সোনার গহনা লুট

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় গ্রীল কেটে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় ৩৫ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। শুক্রবার ভোররাত ২টার দিকে সদর উপজেলা ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের শামছুদ্দিন ধাবকের ছেলে শফিকুল ধাবকের বাড়িতে এ ঘটনাটি ঘটে।বাড়ির মালিক শফিকুল ধাবক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত তার বাড়ির গ্রীল ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ সাড়ে পাঁচ লাখ টাকা এবং আনুমানিক ৩৫ ভরি সোনার গহনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি আরো জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, বাড়ির গ্রীল কেটে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধষ চুরির ঘটনায় নগদ সাড়ে ৫ লাখ টাকা ও প্রায় ৩৫ ভরি সেনার গহনা খোয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন