হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় দুই মাদ্রাসা শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরায় দুই মাদ্রাসা শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) মাদ্রাসার সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

অভিযুক্ত শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং সহকারী শিক্ষক ফারুক হোসেন। শিক্ষার্থীদের অভিযোগ, এই দুই শিক্ষক ফ্যাসিস্ট রাজনীতির সাথে জড়িত এবং মাদ্রাসায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, আর্থিক কেলেঙ্কারি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা এই দুই শিক্ষকের শাস্তির আওয়াত আনার দাবি জানিয়ে বলেন, মাদ্রাসা সুপার আব্দুস সাত্তার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদ্রাসায় নানা অনিয়ম ও নিয়োগ বানিজ্য করেছে। অন্যদিকে, সহকারী শিক্ষক ফারুক হোসেনও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ক্লার্ক থেকে ভুয়া পদ সৃষ্টি করে অবৈধভাবে শিক্ষক হয়েছেন। ওই দুই শিক্ষক পদত্যাগ না করলে তারা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন