নিজস্ব প্রতিনিধি :
বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর! স্বামী বিবেকানন্দের এই বাণীতে উদ্বুদ্ধ হয়ে আজ ১৯’জুন সকাল ১০টায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকট-কালীন সময়ে দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে রামকৃষ্ণ মিশন, বাগেরহাট ও
vivekananda human center london এর সহযোগিতায় মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রভাষক অমিত হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বাগেরহাটের মহারাজ স্বামী কালিকেশানন্দজী, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ: অনিত মুখার্জী, কল্যাণী রায়, স্নিগ্ধা নাথ, সহ-সভাপতি গৌরাঙ্গ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, রায় দুলাল চন্দ্র, মলয় দাস, দীপ্ত, সুজয় প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ।