হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় তালায় কলেজ ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এবার শ্রমিকলীগ নেতা সৌমিত্র বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এবার উপজেলা শ্রমিকলীগের সাংগঠণিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক এম.এ খালেকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থেকে দলীয় ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করার অভিযোগে তালা উপজেলা শ্রমিকলীগের সাংগঠণিক সম্পাদক পদ থেকে সৌমিত্র চক্রবর্তীকে বহিষ্কার করা হলো।

সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু জানান, সদ্য বহিষ্কৃত তালা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক সৈয়দ আকিবের সঙ্গে মিশে শ্রমিকলীগের সাংগঠণিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী এক কলেজছাত্রকে নির্যাতন করেছে মর্মে আমরা জানতে পেরেছি। এটা জানার পর সৌমিত্র চক্রবর্তীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য : গত রোববার ২৪ এপ্রিল বেলা একটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৫ ঘন্টা তালা সরকারি কলেজের একটি কক্ষের টর্চার সেলে বেঁধে নির্যাতন করা হয় ওই কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময়কে। বিবস্ত্র করে মারপিট, ভিডিও ধারণ ও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তালা উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠণিক সম্পাদক সৈয়দ আকিবের নেতৃত্বে ঘটনাটি ঘটান হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পাশের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের অশোক দাসের ছেলে ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগকর্মী নাহিদ হাসান উৎস (২৪)। আসামীদের বিরুদ্ধে তালা থানায় মামলা দেন নির্যাতনের শিকার কলেজছাত্রের বাবা আজিজুর রহমান।

এদিকে, আলোচিত এই মামলার প্রধান আসামী সৈয়দ আকিব গ্রেপ্তারের ২০ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুরে জামিন পাওয়ায় মামলার বাদী নির্যাতিত তন্ময়ের বাবা আজিজুর রহমান ভরাক্রান্ত মনে জানান, আমাদের এখন নিরাপত্তা কোথায় ? এতবড় অপরাধ করার পরও প্রধান আসামীকে জামিনে মুক্তি দেয়া হলো। অপরাধ করলো, অথচ কোন শাস্তি হলো না এটা খুব দুঃখজনক। তিনি আরো জানান, এ মামলার আগামী ধার্য দিনে প্রধান আসামীর জামিন বাতিলের জন্য আবেদন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন