জামাল উদ্দীন :
মহা সাইক্লোন আম্পানের ২২ দিন পার করছে সাতক্ষীরার উপকূল বাসী।জেলার ২ উপজেলার আশাশুনি ও শ্যামনগরে কয়েক লক্ষ মানুষ পানিবন্ধী হয়ে আছে।স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করে শ্যামনগর উপজেলার মানুষ নিজ গৃহে ফিরলেও আশাশুনি উপজেলার ২ টি ইউনিয়নের মানুষের বসতভিটায় প্রতিদিন নদীর সাথে জোয়ার-ভাটায় লোনাপানি আর চোখের পানি একাকার।পুনর্বাসন ঢেউটিন বিতরণ ও তালিকা প্রস্তুতে সীমাবদ্ধ। প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নে গভীর নলকূপ লোনাপানিতে অকেজো। মিষ্টি পানির ক্ষেত্র পুকুরগুলো লোনা পানির কেন্দ্র।খাবার ও পানির তীব্র সংকট।তবুও প্রিয় বসতভিটায় পড়ে আছে বসতি সামগ্রী। চোখের সামনে সব শেষ তবুও গ্রাম রক্ষায় প্রতিদিন কিলোমিটার পর কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করছে এলাকাবাসী।জনপ্রতিনিধি ভুক্তভোগী এক কাতারে মিশে হাজার বছরের পৈত্রিক ভিটা রক্ষায় জীবন মরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে।