হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

যথাযথ মর্যাদায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহিদ বেদীতে  পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রভাতফেরী করে বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের  প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে শহিদ দিবসের আলোচনা সভায় সম্মানীত অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন  অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন