হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত আম জব্দের পর বিনষ্ট

সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত আম জব্দের পর বিনষ্ট

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ট্রাকভর্তি ৩ হাজার ৭৫০ কেজি অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত আম জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় ট্রাক চালককে। পরে আমসহ ট্রাকচালককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস আটক চালককে ১০ হাজার জরিমানা প্রদান করেন। মঙ্গলবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে এসব আমজব্দ করা হয়। ট্রাক যোগে এসব অপরিপক্ক আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছিল জরিমানা প্রদান করা ট্রাক চালকের নাম স্বপন মিয়া (৩৪)। তিনি যশোর জেলার মনিরামপুর থানার সুন্দরপুর গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে।

বিজিবি জানায়, সাতক্ষীরা থেকে ট্রাক যোগে বিপুল পরিমাণ অপরিপক্ক আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর নেতৃত্বে বিাজবির একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই ট্রাক আম জব্দ করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে এক ট্রাক আম ভেজালমুক্ত প্রমানিত হওয়ায় সেটি ছেড়ে দেয়া হয় এবং অপর একটি ট্রাক তল্লাশি করে (১৫০ ক্যারেট) ৩ হাজার ৭৫০ কেজি মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত হিমসাগর আম জব্দ করা হয়। জব্দকৃত আমের বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। এরপর ভ্রাম্যমান আদালতে ট্রাকসহ এর চালক স্বপন মিয়াকে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে ট্রাক চালক ট্রাকটি নিয়ে চলে যান। পরে আম গুলো ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে ট্রাকের চাকায় ফেলে বিনষ্ট করা হয়।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিজিব সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন