নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বালিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামকস্থানে এদূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র জয় (২০)ও তার বন্ধু শিবতলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর পুত্র তানজিমুল হাসান শিহাব (১৯)
পুলিশ ও স্থানীয়রা জানান, জয় ও শিহাব দুই বন্ধু মোটর সাইকেল যোগে বিকালে কলারোয়া উপজেলা থেকে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন । পথিমধ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালিবাহী ট্রাক (খুলনা মেট্টো-ট-১১-২২০৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। এসময় দুমড়ে মুচড়ে যায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। এদিকে, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এসময় ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।