নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ঝাউডাঙায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ সোমবার(২৭ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙার ওয়ারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ৫ বছর বয়সী দীপিকা দাশ নামের এক শিশুকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে যশোরের শার্শা থানার নিতাই দাশের কন্যা বলে জানা গেছে। এছাড়া আহত অন্যরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে যাওয়ার সময় মালবাহী একটি ট্রাকের ড্রাইভার ট্রাকটি(যশোর-ট ১১-৩১৩৩) রাস্তার ধারে রেখে যাত্রাবিরতি নিচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রæতগতির বাস(যশোর-জ ১১-০০৬৭) নিয়ন্ত্রন হারিয়ে ওই ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে উভয়ই দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
সাতক্ষীরা সদর থানার এএসআই আব্দুল হামিদ ঘটনাস্থল থেকে জানান, দাড়িয়ে থাকা ট্রাকটির চালক পালিয়ে গেছে। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একটি শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।