হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মাটি বহনকারী ট্রলির ধাক্কায় সাতক্ষীরায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম ইসমাইল হোসেন (৩৬)। তিনি কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মো. আক্তার হোসেন ভোলার ছেলে ও যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক যশোর’র কলারোয় উপজেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তুজুলপুর এলাকার একটি ট্রলি ছয়ঘরিয়া সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার ‘ঠিকানা’ ইটভাটায় মাটি ফেলে প্রধান সড়কে উঠছিলো। এ সময় সাংবাদিক ইসমাইল হোসেন মোটর সাইকেলযোগে সাতক্ষীরা যাওয়ার পথে ট্রলিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর বিকেল তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহানউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন