নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনার চত্বর সংলগ্ন শিশুতলায় অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা বিএনপির বর্তমান আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।
এসময় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের পদাচরণায় মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা সরকারী কলেজ চত্বর।