হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

সভা থেকে এ সময় সাতক্ষীরা জেলায় মাদক, চোরাচালান এবং স্বর্ণপাচার বন্ধে কার্যকরী পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আসান্ন দূর্গা পুজায় বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন