নিজস্ব প্রতিনিধি :
এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের অংশগ্রহণে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা Zoom Cloud meeting app এর মাধ্যমে নিজ নিজ কর্মস্থল হতে সংযুক্ত হয়ে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খুলনা বিভাগের কমিশনার জনাব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ।
এসময় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কিভাবে নিরাপত্তার সাথে ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদান করা যায় সে বিষয়ের পাশাপাশি ত্রাণ বিতরণ ও ডেঙ্গু সংক্রমণ মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধান অতিথি ও সভাপতি । কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা জনাব মোঃ হুসাইন শওকত।