হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :

“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮আগস্ট) বেলা ১২টায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু, জাতীয় মহিলা সংস্থার সদস্য রুমা রানীবরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কর্মকর্তা মোতাছেম বিল্লাহ, মাঠ সমন্বয়কারী শেখ মোকছেদ আলী প্রমুখ। এসময় বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য, কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন