হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ধর্মঘট

সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ধর্মঘট

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় বৈশি^ক জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই ধর্মঘটে অংশ নেন।

এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপক‚লীয় এলাকার হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। যা শহরের উপর চাপ বৃদ্ধি করছে। নিম্ন আয়ের এসব মানুষ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকুও পাচ্ছে না। দিন দিন তারা আরও দরিদ্র হচ্ছে। একই সাথে পরিবেশ দূষণ বাড়ছে। শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।

তারা আরও বলেন, অবশ্যই জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সতর্ক হতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনে দায়ী রাষ্ট্রগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নিরব, সহ-সভাপতি মাকসুদা জেরিন, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক হৃদয় মন্ডল, ফরিদ গাজী, রাফিদ রাহী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন