হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাইপোদের হাতে প্রতিবন্ধীর মৃত্যু

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাইপোদের হাতে প্রতিবন্ধীর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে আপন ভাই ও ভাইপোদের হাতে কাদের মোড়ল নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যুর হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাদের মোড়ল (৬৫) পাখিমারা খেয়াঘাট এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, বসতভিটার জমি নিয়ে কাদের মোড়লের সাথে তার ভাই মোশারফ মোড়ল, অহেদ মোড়ল ও রফিকুল মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদের মোড়লকে তার ভাইয়েরা ও ভাইপোরা ঘাড়ে, পেট ও বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান অভিযোগ করে বলেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে আমরা একটি জমি ক্রয় করি। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সাথে বিরোধ বাধে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মোশারফ মোড়ল, অহেদ মোড়ল ও রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমানসহ তাঁদের সহযোগীরা আমার প্রতিবন্ধী বাবাকে ঘাড়ে আঘাত বেদম মারধর করে আহত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি দোষীদের শাস্তির দাবি জানান।

এদিকে, এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। হত্যাকান্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, ঘটনাটি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিধীন রয়েছে বলে তিনি আরো জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন