নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে বিনা করনের নানা অজুহাতে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। হাট বাজার গুলোতেও বেড়েছে মানুষের জনসমাগম। মানা হচ্ছেনা তেমন স্বাস্থ্যবিধি। তারা যেন আইশৃখংলা বাহিনীর সাথে লুকোচুরি খেলছেন।
আইন-শৃঙ্খংলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে যারা অকারনে বাইরে বের হচ্ছেন তাদের চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। শহরের অধিকাংশ দোকান আংশিক খোলা রেখে বেচা কেনা করছেন। সড়কে ব্যাক্তিগত যানবাহন, ত্রি-হুইলার, মোটর সাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ টি মামলায় ৩৭ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।