হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ঘেরের বাঁধে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

সাতক্ষীরায় ঘেরের বাঁধে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় ঘেরের বাঁধে সবজির চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার  বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবু হাসান সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মোঃ ফারুক সরদারের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর আল আমিন জানান, আবু হাসান পায়রাডাঙ্গা গ্রামের বিলে মাছের ঘেরের বেড়িবাঁধে সবজির চাষ করত।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘেরের বেড়িবাঁধের উপর কাজ করার সময় অসাবধানতাবশত: বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আবু হাসান।

দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আক্তার মারুফ  তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার পর স্থানীয় মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন