হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শাহিদা খাতুন নামে এই গৃহবধূর মৃত্যু হয়। ২১ বছর বয়সী শাহিদা কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।

ওসি গিয়াস বলেন, বৃহস্পতিবার রাতে নিজেদের রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে তরকারি গরম করার সময় চুলার আগুনে দগ্ধ হন শাহিদা। তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান ওসি শেখ মুনীর উল গিয়াস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন