হোম ফিচার সাতক্ষীরায় গাঁজাসহ সহ ব্যাবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ১কেজি গাঁজাসহ ব্যাবসায়ীকে আটক করেছে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মাদক  ব্যাবসায়ীর নাম  মোঃ আজগর মোড়ল (৫৫)।  সে সাতক্ষীরা  সদর উপজেলার কুশখালি গ্রামের মৃত হাতেম মোড়লের ছেলে।
গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এ এস আই) নাসিরউদ্দীন  জানায়, সোমবার(১মার্চ) ভোর রাতে তাকে  ভাঁদড়া গ্রামের রাজুর চায়ের দোকানের সামনে থেকে   গাঁজাসহ  আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক(ওসি ডিবি) ইয়াছিন আলম চৌধুরী জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে  সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে। আজ  সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সেপার্দ করা হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন