নিজস্ব প্রতিনিধি :
ভারত থেকে আসা গাঁজা পাচারের সময় সাতক্ষীরা থেকে পিকআপ ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার রাতে তাদের জেলার ঝাউডাঙা বাজার থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হল, বাগেরহাট জেলার দৈবজ্ঞ্যহাটি এলাকার সাহেব আলী শিকদারের ছেলে মাসুম শিকদার(৩৮) ও খুলনা জেলার মুজগুনি এলাকার কেরামত আলী সরদারের ছেলে মেহেদী হাসান ওরফে দুখু মিয়া (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-৩৪। রবিবার সকালে তাদের জেল হাজতে পাঠনো হয়েছে বলে জানান তিনি।