হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় গভীর রাতে যুবলীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, ভাংচুর ও হত্যার হুমকির বিচার দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় গভীর রাতে যুবলীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, ভাংচুর ও হত্যার হুমকির বিচার দাবীতে সংবাদ সম্মেলন

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জামায়াত নেতার হয়ে রাতের আঁধারে কতিথ যুবলীগ নেতার নেতৃত্বে অস্ত্র-শস্ত্রসহ ৩৫/৪০ জনকে নিয়ে সংখ্যালঘুর জমি জবর-দখলের চেষ্টা, ব্যর্থ হয়ে ভাংচুর ও গুলি করে হত্যার হুমকি বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার মৃত সাধন ঘোঘের ছেলে বিকাশ ঘোষ। তিনি তার লিখিত বক্তব্যে বলেন জানান, গত ২ মার্চ‘২০ কোবলা দলিল রেজিষ্ট্রি মূলে সাতক্ষীরা সদরের উমরাপাড়ার মৃত পাগল গাজীর ছেলে সলেমান গাজীর দুই বোন আমেনা ও জামিলা পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭২ শতক জমি আমার কাছে ৬০ লক্ষ টাকা বিক্রয় করে। জমি রেজিষ্ট্রির পরপরই আমেনা ও জামিলার পরিবার উপস্থিত থেকে জমি মাপ-জরিপ করে দখল বুঝে দেয়। আমি সেই দখল বুঝে পেয়ে সেখানে ধান চাষ করে ঘেরা-বেড়া দিয়ে দখল বুঝে নেই। জমি রেজিষ্ট্রির পর থেকেই চিহ্নিত জামায়াত নেতা ছলেমান গাজী আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এসব ঘটনা আমি আদালতে ১৪৪ ধারার মামলা দায়ের করি। যার জমির তপশীল- থানা ও জেলা-সাতক্ষীরা, মৌজা-ব্রহ্মরাজপুর, খতিয়ান নং-এসএ ৫৪৫, ১৮৭৪, ৫৯১, হাল আরএস ৮৪৯, দাগ নং-এসএ ৬৫৬১ দাগে ১১৪ শতক, এসএ ৬৫৫৫ দাগে ডাঙ্গা ৬০ শতক, এসএ ৬৪০৮ দাগে বিলান ১০৮ শতক। এসএ ৩ বন্দে ২৮২ শতক জমির মধ্যে ৩০.৪৫ শতক জমি। সর্ব মোট জমির পরিমান ৭২ শতক। এরই জের ধরে ২৯ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে জামায়াত নেতা ছলেমান গাজী তার লাইসেন্সকৃত বন্দুক সহ প্রায় ৩৫/৪০ জন লাঠিয়াল রাম দা, লাঠি, জিআই পাইপ ও বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আমার ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তিতে হাজির হয়। এ সময় মেল্লেকপাড়া গ্রামের শামসুর রহমানের পুত্র ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন এর নেতৃত্বে শিবির ক্যাডার শাহাজান, মতিয়ার, মেহেদী, বাসারাত, সিরাজুল, আসাদুল, শফিকুল, রহমান, আসমাতুল্যা, রবিউল, মঙ্গল, কুচি, খোকন, জিয়ারুল, মনজুর, ইরশাদ, আফিল, রউফ, বাবু, আরশাদ, আজিজুল, আকবর, বাদশা, সবুর, আদমসহ ৩৫/৪০ জন ক্রয়কৃত জমির ঘেরা-বেঁড়া ও আমার বাড়ি-ঘর ভাংচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও গালি-গালাজ করতে থাকে। একপর্যায়ে আমার ঘুম ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে জামায়াত নেতা ছলেমান গাজী তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় আমি সহ আমার পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্থ হয়ে তাদের বাঁধা দিতে সাহস পায় নি। আমার পরিবারের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে ঘটনা দেখলেও তাদের হিং¯্রতায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তারা আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
এছাড়া ছলেমান গাজীর সব ছেলে জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। ছলেমান গাজী এলাকার একজন চিহ্নিত জামায়াত নেতা ও জামায়াতের অর্থ যোগানদাতা। ছলেমান গাজী ও তার ছেলে মতি, মেহেদী ও আতিয়ার ২০১৩ সালে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে সরকার বিরোধী নাশকতা করে। ছলেমান গাজীর পুত্র আতিয়ারের নামে বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলা রয়েছে। সাতক্ষীরা থানার মামলা নং-০১, তারিখ: ০১/০৩/২০১৩ ইং। ছলেমান গাজী ২০১৪ সাল থেকে পালিয়ে বেড়িয়ে ২০১৮ সালে এলাকায় ফিরে আসে।
এব্যাপারে ভূক্তভোগী প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন