হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় কুয়াশা কম পড়লেও মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি :

দক্ষিণপশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরায় কুয়াশা কম পড়লেও মৃদু শৈত্য প্রবাহে বেড়েছে শীতের তীব্রতা। শীত ও মৃদু হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে বিপাকে পড়েছেন জেলার ছিন্ন মুল মানুষ গুলো।

এদিকে, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। বিশেষ করে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে। এদিকে, শীতে জেলায় করোনা রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ শনিবার সাতক্ষীরায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে, শীতের তীব্রতা আগামী ২/১ দিনের সধ্যে আরো বাড়তে পারে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন