হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের বাইকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার রাতে সারে নয়টার দিকে এই ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা, আশাশুনি সড়কের রামচন্দপুর মোড়ে। নিহতের নাম আয়জুল ইসলাম (৪০)।তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত্যু আলী বকস সরদারের ছেলে।

নিহতের প্রতিবেশী হাসানুজ্জামান বলেন, আয়জুল ইসলাম রাতে ধুলিহার বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাত সারে নয়টার দিকে।সাতক্ষীরা সদর আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌছায়লে পিছনে দিকে থেকে দ্রুত গতিতে আসা কিশোর গ্যাংয়ের মোটরসাইকেল তাকে ধাক্কা মেরে দেয়। আয়জুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে তার মাথায় গুরুত্বর আঘাত পায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে যেয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ১১ টার দিকে মারা যায়। স্থানীয় জনতা কিশোর গ্যাংয়ের ওই সদস্য মোটরসাইকেলটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কিশোর গ্যাং সদস্যদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন