হোম অন্যান্যসারাদেশ কাল বৈশাখীর তান্ডবে ভেঙে গেছে হাজারো কৃষকের স্বপ্ন

কাল বৈশাখীর তান্ডবে ভেঙে গেছে হাজারো কৃষকের স্বপ্ন

কর্তৃক
০ মন্তব্য 131 ভিউজ

জামালউদ্দীন/সমীর দাস :

কাল বৈশাখীর তান্ডবে ভেঙে গেছে হাজারো কৃষকের স্বপ্ন। নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। একদিকে করোনা ভাইরাসের প্রকোপ, অন্যদিকে শিলাবৃষ্টি। মাঠের ধান মাঠেই নষ্ট হলে, অর্থনৈতিক মন্দার আর অবকাশ থাকে না। সরকারি ভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত থাকলেও পারছেনা বিক্রয়ের মতো প্রস্তুত করতে চাষিরা।

এবছর ধানের বাম্পার ফলন আশা করলেও, প্রকৃতির কাছে হার মানতে হচ্ছে কৃষকদের। একি সাথে চাউলের মূল্য বেড়ে যেতে পারে ভাবছেন সাধারণ জনগণ।সাতক্ষীরায় আজ সন্ধ্যার কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।বিশেষ করে এখনও পর্যন্ত যশোর – সাতক্ষীরা মহাসড়কে শত-শত যানবাহন আটকা পড়েছে। চলতি বোরোধান ঝড়ে লন্ডভন্ড করে পানিতে ভাঁসছে।

সাতক্ষীরা সিমান্ত এলাকা দিয়ে এ ঝড়বৃষ্টি বেশি ক্ষতিসাধন করেছে।ঝড়ের তিব্রতায় বিদ্যুত এর তার খুটি উপড়ে পড়েছে। শিলাবৃষ্টির কারণে পাকা বরো ধান যেমন ঝরে গেছে,তেমনি ভরা গাছের আম ঝরে যাওয়ারও খবর পাওয়া গেছে ।

বরো ধান ও আমের কি পরিমাণ ক্ষয় খতি হয়েছে তা জানার জন্য সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান,কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানাতে পারব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন